Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কর্যাবলি

কি সেবা কিভাবে পাবেন

আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচী :

 

(ক) পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম এর আওতায় দরিদ্র জনগোষ্ঠিকে  সুদমুক্ত ঋণ প্রদান 

(খ) এসিডদগ্ধ মহিলা ও প্রতিবন্ধীদের পূর্নবাসন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ প্রদান

 

 ঋণ পাওয়ার নিযম:

 সংশ্লিষ্ট ভাতাভোগীগণ নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা অফিসারের নিকট আবেদন করার পর উপজেলা কমিটি যাচাই বাছাইপূর্বক চূডান্ত অনুমোদন দেয়ার পর

সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

 সামাজিক নিরাপত্তা  কর্মসূচী:

 

(ক) বয়স্ক ভাতা কার্যক্রম

(খ) বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম

(গ) অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কার্যক্রম

(ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচী

(ঙ) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম

(চ) বেদে,হরিজন,দলিত সম্প্রদায়ের  ভাতা কর্মসূচী

(ছ) হিজড়াদের প্রশিক্ষন ও পুনর্বাসন  কর্মসূচী

 

 ভাতা পাওয়ার নিয়ম:

নির্ধারিত ছাপানো ফরমে ভাতারে জন্য উপজেলা সমাজসেবা অফিসারের নিকট আবেদন করার পর উপজেলা কমিটি চূডান্ত অনুমোদন দেয়ার পর এ কার্যক্রমটি নিস্পত্তি হয়। 

 

 স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহকে নিবন্ধন ও সহায়তা:

 

(ক) নিবন্ধীত বেসরকারী এতিমখানার নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান ও তদারকি

(খ) নিবন্ধন বিষয়ে বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

(গ) সমাজসেবা অধিদফতর  কর্তৃক নিবন্ধীত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠন/সংস্থাকে বার্ষিক অনুদান প্রদান।

(ঘ) সমাজসেবা অধিদফতর  কর্তৃক নিবন্ধীত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠন/সংস্থার প্রতিনিধিগণকে পর্যায়ক্রমে

     বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকায় প্রশিক্ষণে প্রেরণ